কুড়িগ্রামে আরও এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৩, ১৮:১৪
অ- অ+

ঈদের আগে থেকে চলছে কুড়িগ্রাম ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত। দিনে কিংবা রাতে কখন হাল্কা আবার কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আরও এক সপ্তাহ স্থায়ী হবার সম্ভাবনা রয়েছে। এতে খেটে খাওয়া শ্রমিক এবং ঈদ করতে আসা মানুষজন কিছুটা দুভোর্গে পড়েছেন।

কুড়িগ্রাম আবহাওয়ার পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোফাখখারুল ইসলাম বলেন,কুড়িগ্রামে টানা কয়েকদিন যাবৎ মাঝারি থেকে ভারী বর্ষণ বয়ে যাচ্ছে। আগামী ৫/৬ জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে করে জেলায় বন্যার কোনো শংকা নেই। তবে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, জেলার ১৬টি নদনদীতে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে প্রধান নদ নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় আপাতত বন্যার শংকা নেই। এক জুলাই বিকেল ৩টায় নেয়া পানি রিডিং এ দেখা যায়, কুড়িগ্রাম ধরলা নদীর পানি ধরলা সেতু পয়েন্টে ১৯৬ সে:মি:,দ্বিতীয় শেখ হাসিনা ধরলা সেতু পয়েন্টে ১১৯সে:মি:, গঙ্গাধর নদীর পানি সোনাহাট রেল সেতু পয়েন্টে ১৫২সে:মি:,তিস্তা নদীর পানি কাউনিয়া রেল সেতু পয়েন্টে ৫৭সে:মি:,ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী নৌবন্দর পয়েন্টে ১৫৬সে:মি: এবং নুনখাওয়া পয়েন্টে ১৬৯সে:মি: বিপৎসীমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা