রাজবাড়ীতে বজ্রপাতে আহত ৮ নারী হাসপাতালে ভর্তি

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে ৮ জন নারী আহত হয়েছেন। তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
আহতরা হলেন-পাংশা পৌরসভার মৌকুড়ী এলাকার আক্কাস আলীর স্ত্রী বিলকিস (৩৬) ও হেলালের স্ত্রী নাসিমা (৩৫), পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া আগ্রামের মতিন মণ্ডলের স্ত্রী আকলিমা (৪০), চরঝিকড়ী গ্রামের আকিদুলের স্ত্রী আকলিমা (৪২) ও সোনাইয়ের স্ত্রী রিনা (৪৫), মৌরাট ইউনিয়নের দড়িচৌবাড়ীয়া গ্রামের আজাদের স্ত্রী শিপ্রা (৩০) ও নিজাম মৃধার স্ত্রী হাছিনা বেগম (৫০) এবং বাহাদুরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আজিজের স্ত্রী নাসরিন (২৯)।
আরও পড়ুন: মাদারীপুরে পুকুর খননে পাওয়া গ্রেনেডসদৃশ বস্তু বসতবাড়ি থেকে উদ্ধার
পাংশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রতন কুমার জানান, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা আজকের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারবেন।
(ঢাকাটাইমস/৩জুলাই/এসএম)

মন্তব্য করুন