মাদারীপুরে পুকুর খননে পাওয়া গ্রেনেডসদৃশ বস্তু বসতবাড়ি থেকে উদ্ধার

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২৩, ০৯:২৭

মাদারীপুরে পুকুর খননের সময় পাওয়া একটি গ্রেনেডসদৃশ বস্তু বসতবাড়ি থেকে উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। পরে এটি শিবচর থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

রবিবার রাতে জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিনের বাড়ি থেকে গ্রেনেডসদৃশ বস্তুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই বাড়িতে গ্রেনেড সদৃশ বস্তু আছে এমন তথ্য বাড়ির লোকজন পুলিশকে জানালে রবিবার রাতে শিবচর থানা পুলিশ এটি উদ্ধার করে। গ্রেনেডসদৃশ বস্তুটি পরিত্যক্ত অবস্থায় ছিল, তবে এটি পিনযুক্ত। জয়নালের পরিবার বেশ কিছুদিন আগে পুকুর খননকালে এটি পায়। এরপর পরিত্যক্ত অবস্থায় বাড়িতেই ছিল।

আরও পড়ুন: সুগন্ধায় জাহাজ বিস্ফোরণে চাঁদপুরের মাসুদ নিখোঁজ

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বাড়িওয়ালার মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ি থেকে গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়। আদালতের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :