চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৩, ১৪:১৩
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের সদর, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার ১২ রশিয়া জামতলা, ভোলাহাট উপজেলার দলদলি ও গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর এলাকায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১২ রশিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে জহুরুল ইসলাম (৩৫), ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামা-মুশরিভুজা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন (৬০), গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর হঠাৎপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শরিফুল হক (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আড়াই টার দিকে পদ্মা নদীর জামতলা এলাকায় জহুরুল ইসলাম বজ্রপাতে মারা যান। সদর মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

ভোলাহাট থানার ওসি সেলিম রেজা জানান, দলদলি ইউনিয়নের চামা-মুশরিভুজা এলাকায় সকালে আনোয়ার হোসেন জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

গোমস্তাপুর থানার ওসি মাহবুব ইসলাম জানান, রহনপুরের প্রসাদপুর হঠাৎপাড়া এলাকায় সকালে বৃষ্টি সাথে বজ্রপাত হলে শরিফুল ইসলাম নামের এক যুবক মারা যায়।

আরও পড়ুন: মাদারীপু‌রে বাস-কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় তিন উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিহত ব্যক্তিদের খোজখবর নিয়েছেন। সেই সঙ্গে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা