মাদারীপু‌রে বাস-কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৩, ১৩:১৭
অ- অ+

মাদারীপুরে রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর আমগ্রাম মহাসড়কে গো‌ল্ডেন লাইন পরিবহন, সোনালী পরিবহনের দুটি বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে এ দুর্ঘটনার পর মহাসড়কে দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভা‌বিক হ‌য়।

রা‌জৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলমগীর হো‌সেন জানান, ঢাকাগামী ‌সোনালী প‌রিবহ‌নের সঙ্গে এক‌টি মালবা‌হি প‌রিবহ‌নের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এসময় পেছন থে‌কে গো‌ল্ডেন লাইন প‌রিবহন ধাক্বা দিলে ত্রিমুখী সংর্ঘষ হয়। এতে ১৫ থে‌কে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

এ ঘটনার প‌র যানবাহন সরা‌তে প্রায় দুই ঘণ্টা সময় লা‌গে। ত‌বে বিকল্প রুট হিসেবে ঢাকামুখী যানবাহন মাদারীপুর শহরের মধ্য দিয়ে চলাচল করছে। এখন প‌রি‌স্থিত স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

আরও পড়ুন: চোখে টর্চলাইটের আলো পড়ায় বাগ্‌বিতণ্ডা, ছুরি মেরে হত্যা

মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুর্ঘটনার পর পুলিশ যানজট নিরসনে কাজ করে‌ছে। বে‌শি সময় লা‌গে‌নি।

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা