চোখে টর্চলাইটের আলো পড়ায় বাগ্‌বিতণ্ডা, ছুরি মেরে হত্যা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৩, ১১:৪৪
অ- অ+
গ্রেপ্তার আব্বাস শেখ (ছবি: ঢাকা টাইমস)

বাগেরহাটের কচুয়ায় চোখে টর্চলাইটের আলো পড়ায় বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে সাতটার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার দোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্বাস শেখ (৪০) নামে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

এই ঘটনায় সোমবার সকালে নিহতের ভাই বাদী হয়ে আব্বাস শেখের বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

গ্রেপ্তার আব্বাস শেখ কচুয়া উপজেলার পার্শ্ববর্তী চান্দেরখোলা গ্রামের প্রয়াত আব্দুল শেখের ছেলে।

নিহত মোল্লা আনোয়ার হোসেন পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার মাঠ রাঢ়িপাড়া গ্রামের প্রয়াত মোল্লা সোহরাব হোসেনের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, সোমবার রাতে স্থানীয় সাইনবোর্ড বাজার থেকে রাজমিস্ত্রী আনোয়ার হোসেন টর্চ লাইট হাতে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে সাইকেলযোগে আসা আব্বাস শেখের মুখে আনোয়ার টর্চ লাইটের আলো ফেলে। এতে আব্বাস ও আনোয়ারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্বাস ক্ষুব্দ হয়ে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আনোয়ারের বুকে আঘাত করে।

আরও পড়ুন: শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

পরে স্থানীয় লোকজন আনোয়ারের চিৎকারে ছুটে এসে আব্বাসকে ধরে ফেলেন এবং রক্তাক্ত আনোয়ারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আব্বাস শেখ আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা