হাজার টাকার কাঁচামরিচ এক ধাক্কায় নামল ২০০ টাকায়!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২৩, ১৬:২৪

কোরবানির ঈদকে ঘিরে বাড়তে থাকে কাঁচামরিচের ঝাল। গত কয়েক দিনে লাফিয়ে লাফিয়ে হাজার টাকায় গিয়ে ঠেকে দাম। এমন পরিস্থিতিতে গতকাল রবিবার ভারত থেকে ৬০ টন কাঁচামরিচ আমদানি করা হয়। যার প্রভাব পড়েছে বাজারে। হাজার টাকার কাঁচামরিচ সোমবার এক ধাক্কায় নেমে আসে ২০০ টাকায়। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, ভ্যানে করে কেজিপ্রতি কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগেরদিন ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। তার আগের দিন ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে খুচরা ব্যবসায়ীদের।

খুচরা ব্যবসায়ীরা জানান, ভারত থেকে কাঁচামরিচ আসায় দাম কমতে শুরু করেছে। সামনে আরও কমে আসবে বলেও জানান তারা।

ক্রেতাদের অভিযোগ, দেশে কোনো উৎসব এলেই নিত্যপণ্যের বাজার উর্ধ্বমুখি হয়। এবার ঈদে টার্গেট ছিল কাঁচামরিচের উপর। ফলে কারসাজির মাধ্যমে কাঁচামরিচের দাম বাড়ানো হয়।

মধুবাগ এলাকার জয়নাল নামে এক ক্রেতা ঢাকা টাইমসকে বলেন, ৭০০/৮০০ টাকা কেজি কাঁচামরিচ! ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে তামাশা করেছে। এসব দেখার কেউ নেই।

কাঁচামরিচ বিক্রেতা ফয়সাল ঢাকা টাইমসকে বলেন, আমাদের তো কিছু করার নেই। আমরাই তো কাঁচামরিচ নিয়ে মহা বিপদে ছিলাম। দাম শুনে তো নিজেই অবাক হয়েছি। তবে ভারত থেকে বিপুল পরিমান কাঁচামরচি আমদানি হওয়ায় দাম কমে আসছে। সামনে আরও দাম কমবে।

ঈদের আগে থেকে ধাপে ধাপে বেড়ে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে কাঁচামরিচের দাম। দেশের বিভিন্ন স্থানে ৬০০ থেকে ১০০০ টাকা কেজি বিক্রি হয় এই পণ্যটি। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় কাঁচামরিচ নিয়ে শুরু হয় নানা সমালোচনা। এ অবস্থায় ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। গতকাল একদিনেই ভারত থেকে ৬০ টন কাঁচামরিচ দেশে আসে। আমদানির খবরেই তর তর করে পড়তে থাকে কাঁচামরিচের দাম। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/পিআর/আরকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চলতি মাসেও বেশি থাকবে তাপমাত্রা, বৃষ্টিপাত বেড়ে বন্যার শঙ্কা

স্মার্ট বাংলাদেশ গড়তে খ্রিষ্টান সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: ধর্মমন্ত্রী

শুক্রবার রাতেও রাজধানীতে বৃষ্টির আভাস অ্যাকুওয়েদারের

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৪ বছরে বাংলাদেশের অবনতি ৪২ ধাপ

কোথাও বৃষ্টি কোথাও নেই, কেন এমন হয়

শনিবার থেকে ট্রেনভাড়া বাড়ছে, জানুন কোন রুটে কত

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ: উদ্ধার সহায়তায় বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের 

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩

এই বিভাগের সব খবর

শিরোনাম :