‘রাসেল ভাইপার’ সাপ মেরে হাসপাতালে কৃষক

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৩, ১৮:১৪
অ- অ+

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের একটি মাঠের পাটখেতে নিড়ানি দিচ্ছিলেন কৃষক জাহিদ প্রামাণিক (৩০)। হঠাৎ তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে কিছু একটা কামড় দেয়। দেখতে পান ছোট্ট একটি কালো রঙের সাপ। সাপটিকে মেরে ফেলেন তিনি। এরপর চলে যান স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক সাপটিকে বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করেন। তারপর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কৃষক জাহিদ প্রামাণিক উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের মাদু প্রামাণিকের ছেলে। তিনি পেশায় কৃষক। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘রাসেল ভাইপার সাপটি খুবই ছোট। সাপটির পেট বেশ ফোলা। ধারণা করা হচ্ছে, ছোবল দেওয়ার আগে সাপটি কিছু খেয়েছিল। এ জন্য হয়তো বিষ নাও থাকতে পারে। রোগীকে ভ্যাকসিন (অ্যান্টি ভেনম) দেওয়া হয়েছে।’

জাহিদ প্রামাণিকের বাড়ি থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দূরত্ব ৪৫ থেকে ৫০ কিলোমিটার। পাংশা থেকে তিনি বাসে করে কুষ্টিয়া আসেন। বেলা ১১টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তার সঙ্গে পলিথিনের ভেতর মরা সাপটি ছিল।

হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ প্রামাণিক বলেন, ‘সাপ মাইরিফেলালাম। লোগের (আঙুল) ভিতর ঝিলঝিল করতিছিল। তারপর সাপ মাইরি নিই পাংশা। সিখান থি কুষ্টিয়া দিই পাঠাইলো। বাসে করি চইলি আলাম।’

(ঢাকাটাইমস/০৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা