রাজশাহীতে ফেনসিডিলসহ ভারতীয় দুই নাগরিক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৩, ১৬:৩৩| আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৬:৩৫
অ- অ+

রাজশাহীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ ভারতীয় দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মন্ডলের ছেলে চপল আলী (৩৫) এবং ভারত সুর্শিতাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারির গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক জামরুল গত রাতে ফেনসিডিলের চালান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের মাদক কারবারিরা এই ফেনসিডিল জামালের আম বাগানে গ্রহণ করবে এমন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার সদস্যরা আম গাছে উঠে অপেক্ষা করতে থাকে। ভারতীয় নাগরিক জামরুল দেশি মাদক কারবারিদের কাছে ফেনসিডিলের বস্তা হস্তান্তর করে। এসময় ডিবি সদস্যরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়লে তিন মাদক কারবারি পালিয়ে যায় এবং দুজনকে আটক করা হয়।

জামরুলকে জিজ্ঞাসাবাদে জানান, এর আগেও তিনি অসংখ্যবার এমন বড় চালান বাংলাদেশে এনেছে। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনা সুবিধা হয়। ফেনসিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চপল জানান, তিনি দীর্ঘদিন ধরে ফেনসিডিলের কারবার করে আসছে। তিনি বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। এ ঘটনায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে জেলা পুলিশের অভিযানে সাড়ে সাত কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে এবং ৫৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছিল। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের অভিযান চলবে বলে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা