এশিয়ার সেরা স্মার্টফোনের পুরস্কার পেল অপো ফাইন্ডএন-২

ফোল্ডেবল স্মার্টফোন ক্যাটাগরিতে অসাধারণ পারফর্ম্যান্স ও উদ্ভাবনের জন্য ২০২৩ এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডসে সেরা স্মার্টফোনের পুরস্কার পেলো অপো ফাইন্ড এন-২।
গেল ২৯ জুন চীনের সাংহাইয়ের এমডব্লিউসিতে আয়োজিত ‘২০২৩ এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অপো ফাইন্ড এন২-কে এশিয়ার সেরা স্মার্টফোন ঘোষণা করা হয়। এর অসাধারণ পারফর্ম্যান্স এবং উদ্ভাবনী ইউজার এক্সপিরিয়েন্সের কারণে এই পুরস্কার দেওয়া হয়।
সংযোগ খাতের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি হিসেবে সুপরিচিত জিএসএমএ’র এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস। ‘এশিয়ার সর্বসেরা স্মার্টফোন’ পুরস্কারটি জিএসএমএ থেকে এই ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য বিশেষজ্ঞদের মাধ্যমে পারফর্ম্যান্স, উদ্ভাবন, এবং ইন্ডাস্ট্রি লিডারশিপ এর মতো মাপকাঠির মধ্য দিয়ে নির্ধারিত হয়।
ফাইন্ড এন-২ হচ্ছে অপোর দ্বিতীয় প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। আলট্রা-লাইট এবং দীর্ঘস্থায়ী ফ্লেক্সিওন হিঞ্জ, ইন্ডাস্ট্রির প্রথম অ্যারোস্পেস-গ্রেড কার্বন ফাইবার স্ক্রিন সাপোর্ট ফ্রেমসহ ফাইন্ড এন২-তে দীর্ঘস্থায়িতা বা নির্ভরযোগ্যতার সঙ্গে কোনোরকম আপোস না করেই এক অবিশ্বাস্য লাইট ফোল্ডেবল অভিজ্ঞতা পাওয়া সম্ভব। এই ডিভাইসে অরিজিনাল ‘ফাইন্ড এন’ এর একই রকম ‘গোল্ডেন ফোল্ডিং রেশিও’ রয়েছে এবং এতে বাইরের ও ভেতরের উভয় পর্দাতেই ই৬ ১২০ হার্জ ডিসপ্লে রয়েছে। দারুণ চার্জিং ও ব্যাটারি লাইফ, মোবাইলের জন্য হ্যাসেলবাল্ড ক্যামেরা ও ফ্লেক্সফর্ম মোডের সমন্বয়ে অপো ফাইন্ড এন২ একটি সহজে বহনযোগ্য, স্বতস্ফূর্ত ফোল্ডেবল, যা কিনা প্রতিদিন ব্যবহারের জন্য উপযোগী।
২০২২ সালের শেষের দিকে বাজারে আসে অপোর এই ফোন। আইডিসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে অপো ফাইন্ড এন২ সিরিজ ৩৫.০ শতাংশ মার্কেট শেয়ারসহ চীনের ফোল্ডেবল ফোনের বাজারে প্রথম স্থান অধিকার করে। যা একই সময়ে সামগ্রিক ফোন শিপমেন্টের ক্ষেত্রেও অপোর জন্য সহায়ক ভূমিকা রাখে।
২০২৩ সালে অপোকে ‘ফাস্ট কোম্পানি’ দ্বারা ঘোষিত ১০টি সবচেয়ে উদ্ভাবনী এশিয়া প্যাসিফিক কোম্পানির একটি বিবেচনা করা হয় এবং অপো, আইএফ তথা ইন্টারন্যাশনাল ফোরাম ডিজাইন কর্তৃক ১৫টি পুরস্কার লাভ করে। যার মধ্যে রয়েছে অপো এয়ার গ্লাস এবং অপো ব্যাটারি হেলথ ইঞ্জিনের জন্য যথাক্রমে প্রাপ্ত ‘২০২৩ এডিসন বেস্ট নিউ প্রোডাক্ট অ্যাওয়ার্ডস’ এবং ‘২০২৩ এসইএএল সাস্টেইনেবল প্রোডাক্ট অ্যাওয়ার্ড’। এই পুরস্কারগুলো অপোর যুগান্তকারী প্রযুক্তি ও টেকসই চর্চার প্রতি এর অবদানের প্রতি স্বীকৃতির প্রতিফলন ঘটায়।
ঢাকাটাইমস/১০জুলাই/ইএস
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

অপো’র শীত অফার: এ-৫৮ ফোনে বিশেষ ছাড়

ইন্টারনেটের গতিতে ১৪২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত জানুন

বাংলাদেশে যাত্রা শুরু করল ‘হুয়াওয়ে ই-কিট’

সুপার-কোর টেলিফটো ইমেজিং সিস্টেমসহ জিটি৫ প্রো আনছে রিয়েলমি

৪৮ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

গাড়ি চুরি ঠেকাতে এলো নয়া ডিভাইস! জানুন বিস্তারিত

অপো ‘ফ্যান্স ফেস্টিভ্যালে’ আকর্ষণীয় পুরস্কার ও মূল্য ছাড়

টাইম ম্যাগাজিনের সেরা উদ্ভাবনের তালিকায় ‘অপো জিরো-পাওয়ার ট্যাগ’

শুরু হলো মোবাইলে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা
