বগুড়ায় ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১৪:৪০
অ- অ+

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফিজার রহমান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

নিহত হাফিজার রহমান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুমিড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল।

তিনি জানান, হাফিজার বুধবার জ্বরে আক্রান্ত হন। পরে শনিবার শহরের একটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হলে সোমবার দুপুর ২টায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তার শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ছিলো না। রক্তচাপ বেড়ে গিয়েছিলো। মঙ্গলবার সকালে তিনি মারা যান।

তিনি আরও জানান, মৃত হাফিজারের নাতি ঢাকা থেকে গত ঈদের ছুটিতে বাড়িতে আসে। সে সময় তার শরীরে জ্বর ছিলো। হাফিজারের মৃত্যুর কারণ হিসেবে ওই ঘটনাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বগুড়ায় বর্তমানে তিনজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে একজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে দুজন। এ ছাড়া জেলায় এখন পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা