শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ০৮:২৬
অ- অ+

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ফেলার উদ্দীন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুঁড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফেলার উদ্দীন পশ্চিম বাকাকুঁড়া গ্রামের মৃত নছিম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক ফেলার উদ্দীন বাড়ির পাশেই তার নিজের ক্ষেতে আমন ধান রোপন করার জন্য সকালে বীজতলা থেকে চারা তুলছিলেন। পরে নাস্তা খাবার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওইসময় পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৪) আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ৫ কোটি টাকার এলজিডির রাস্তা ৪ মাসেই শেষ

ঝিনাইগাতী থানার এস আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা