সিরাজগঞ্জে ৫ কোটি টাকার এলজিডির রাস্তা ৪ মাসেই শেষ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২৩, ২২:৩১
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ রাস্তা কয়ড়া থেকে রাজমান সড়কে ধস ও বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কারের কয়েকমাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এ সড়কটি। সড়কের প্রায় আট জায়গায় ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাজমান মোড়ে সড়কের দুপাশ ধসে পড়েছে যার ফলে এ সড়কে চলাচলকারীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। সচেতন মহলের দাবি এলজিডি কর্মকর্তাদের সুষ্ঠু তদারকির অভাবে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।

ফলে কয়েকমাসের মধ্যে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, গত চার মাস আগে উল্লাপাড়া এলজিডি থেকে উপজেলার কয়ড়া বাজার থেকে রাজমান হাট পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার ও সড়কের দুপাশে ইট বিছিয়ে চওড়া করা হয়েছে। সংস্কারের কয়েক মাস যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রায় চার কিলোমিটার এ সড়কটির প্রায় আট জায়গায় ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। রাজমান মোড়ে সড়কটির দুপাশ ধসে যাওয়ায় এ পথে যাতায়াতকারী যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। পথচারীরা আতঙ্ক নিয়ে যাতায়াত করছেন।

স্থানীয়রা বলেন, সড়কটি নির্মাণের কয়েকমাসের মধ্যে বিভিন্ন স্থানে ভেঙে গেছে। রাজমান মোড়ে ধসে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা আরো বলেন, এ সড়ক সংস্কারের সময় এলজিডি কর্মকর্তাদের তদারকির গাফিলতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। যার কারণে সামান্য বৃষ্টিতে সড়কটিতে ভাঙন ও ধসের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার এলজিডি প্রকৌশলী আবু সায়েদ এর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সড়কের ভাঙন ও ধস মেরামতে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি। খুব দ্রুতই তারা কাজ শুরু করবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলতি মৌসুমে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে চবির ৩ শিক্ষার্থী ভেসে গেলেন, ১ জনের মৃত্যু
বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা