নড়াইলে কিশোরের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ১৩:৩৪| আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৩:৫২
অ- অ+

নড়াইল সদর উপজেলায় শয়ন শেখ (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলার বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শয়ন শেখ উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের নাজমুল শেখের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যায় শয়ন। বাজার শেষে বাড়ি এসে আবার বের হয়ে রাতে বাড়িতে না ফেরায় তাকে অনেক খোঁজাখুজি করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় একব্যক্তি তার লাশ দেখতে পান।

নিহত শয়নের বাবা বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই।

মা মিতা বেগম বলেন, আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিল না। যে বা যারা ছেলেকে হত্যা করে থাকুক, তাদের বিচার চাই।

এদিকে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শয়ন শেখ নামে কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে৷ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা