মহানন্দা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পিরানটুলির ঘাটে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজের ৪ ঘণ্টা পর বিকাল সাড়ে ৩টায় দিকে শিক্ষার্থী লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিগে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হন চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের শিক্ষার্থী মো: রিফাত আলী।
মৃত শিক্ষার্থী হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট গ্রামের পল্লী চিকিৎসক ফারুক ডাক্তারের ছেলে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষর্থী মো. রিফাত আলী (১৪)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান বেলা ১১টার দিগে স্কুল শিক্ষার্থী রিফাত বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিমকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে খোঁজখুঁজি শুরু করেন এবং সেই সঙ্গে স্থানীয়ারাও খোঁজাখুঁজি করেন। দীর্ঘ ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টায় দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিবার চাইলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/২০জুলাই/এআর)

মন্তব্য করুন