টাংগুয়ার হাওরে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পর্যটক নিখোঁজ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ২৩:২৫
অ- অ+

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পল্লী বিদ্যুতের আড়াআড়িভাবে ঝুলে থাকা তারে শক খেয়ে এক পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানাগেছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ও আহতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন তরং গ্রামের পিছনে ঘটনাটি ঘটে।

আগত পর্যটকরা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আবু জাহান তালুকদার জানান,টাংগুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট রাত্রি যাপনের জন্য যাওয়ার পথে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন তরং গ্রামের পাটলাই নদী দিয়ে যাওয়ার পথে পর্যটকবাহী চলন্ত নৌকায় উপরে থাকা ৪-৫ জন আড়াআড়ি ভাবে ঝুলে থাকা পল্লী বিদ্যুৎতের তারে শখ খেয়ে আহত হয় তিনজন। আহত তিন পর্যটক শ্রীপুর (উত্তর) উপস্বাস্থ্য কেন্দ্ৰে চিকিৎসাধীন আছেন। তবে নিখোঁজ রয়েছেন একজন এমনটা জানিয়েছেন সঙ্গে থাকা পর্যটকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, এমনি একটি ঘটনা শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। আর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খরব দেয়া হয়েছে তারাও আসছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
সখীপুরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা