গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৩, ১২:১২| আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৪:২৫
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় জাফর আলী মুন্সী (৬২) নামে এক শিক্ষক প্রাণ হারিয়েছেন।

রবিবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক জাফর আলী মুন্সী ওই উপজেলার ঘোনাপাড়া গ্রামের প্রয়াত তাহাজ্জেদ হোসেন মুন্সীর ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান মো. শরিফুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার টুকু বাজারে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন জাফর আলী মুন্সী। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের বাসায় রাখেন ল্যাপটপ, কাজে আসছে না শিক্ষার্থীদের

তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা