মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২৩ জুলাই ২০২৩, ১৫:৫৯| আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৬:৩৯
অ- অ+

পাবনার পৈলানপুরের রাহাত চৌধুরী ওরফে হীরা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তুষারকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন।

এর আগে শনিবার ঢাকার কামরাঙ্গীরচর নবীনগর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তুষার পাবনা জেলা সদরের পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৮ সালের ২৮ মে রাহাত চৌধুরী হীরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি রায় দেন আদালত। রায়ে তুষার ও মিজান নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। গত ৮ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানকে গ্রেপ্তার করলেও তুষার পলাতক ছিলেন। শনিবার ঢাকার কামরাঙ্গীরচর নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব অধিনায়ক আরো বলেন, হীরা হত্যাকাণ্ডের পর থেকে আসামি তুষার পলাতক ছিলেন। তিনি একাধিক মামলার পলাতক আসামি, কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা