নোয়াখালীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২৩, ১৬:১২

নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কের ভূইয়ারহাট বাজার এলাকায় যাত্রীবাহী বাস-সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে সিরাজুদৌল্লা (৬৫) নামে এক সিএনজি যাত্রী নিহত ও চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বসুরহাট-কবিরহাট সড়কের ভূইয়ারহাট সততা বেকারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুদৌল্লা কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজি কবিরহাট থেকে ছেড়ে যায়। সিএনজিটি ভুইয়ারহাট সততা বেকারির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস সিএনজিকে সামনে থেকে চাপা দিলে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে সিএনজিতে থাকা চারজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিরাজুদৌল্লার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সড়ক দূর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :