আমি কি আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি?

মো. রেজাউল করিম
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৩, ১০:৫২| আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:১৩
অ- অ+

বিদায় বেলায় এমন সব প্রশ্ন ছুঁড়ে দেয়া এবং তার জবাব শোনার সাহস খুব কম সরকারি কর্মকর্তারই থাকে। এমনি এক সাহসী পুলিশ সুপার স্যারকে আজ বিদায় জানালো রাজবাড়ী জেলা পুলিশ। আমার সার্ভিস লাইফে সাহসিকতা, সততা, নির্লোভ আর প্রফেশনাল পুলিশ অফিসার হিসেবে ওনাকে এক নম্বরে রাখব নিঃসন্দেহে। তিনি জনাব এম এম শাকিলুজ্জামান স্যার, দীর্ঘ দুই বছর সাত মাস রাজবাড়ী জেলায় অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে ওনার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন শেষে আজ বিদায় জানালেন আমাদের।

একজন অভিভাবক, একজন মেন্টর, একজন প্রশাসক, একজন মানবিক মানুষ কিংবা একজন পুলিশ অফিসার যে প্যারামিটারেই ওনাকে মাপুন না কেন উনি ১০০ তে ১০০ পাবেন এটা নিশ্চিত। স্যারের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি যা আমার ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন টিভিতে আইজিপি নূর মোহাম্মদ স্যারের সাক্ষাৎকার দেখে ওনাকে রোল মডেল হিসেবে নিয়েছিলাম, মূলত স্যারকে দেখেই আমি বিসিএস এ পুলিশ এক নম্বর চয়েজ দিয়েছিলাম। দূর্ভাগ্য আমার সার্ভিসে যোগদানের আগেই স্যার পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিদায় নিলেন। আমার সেই অপূর্ণ ইচ্ছা যেন পূর্ণ হয়েছে শাকিল স্যারের সাথে চাকরি করার সুযোগ পেয়ে।

একজন মানুষ এতটা নিখুঁত হতে পারে, এতটা পরিপূর্ণ হতে পারে স্যারের সাথে না চললে বোঝা যাবে না। ওনার কর্মকালীন সময়ে সবসময়ই চেষ্টা করেছেন ওনার অধস্তন কোনো সদস্য যেন বিপথগামী না হন, বিপদে যেন না পড়েন। ভালো কাজে যেমন পুরস্কার দিয়েছেন দেদারসে আবার খারাপ কাজে শাস্তি দিতেও হৃদয় কাঁপেনি এতটুকু।

রাজবাড়ী জেলা পুলিশের প্রতিটি সদস্যকে তিনি নিজের সন্তানের মতো আগলে রাখতেন, ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে খোঁজখবর নিতেন, সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিতেন সবসময়। ঈদ উপলক্ষে যেমন অফিসারদের বাসায় যেতেন আবার কনস্টেবলের বাসায় যেতেও ভুলতেন না কখনো। শুধুমাত্র পুলিশ সদস্য নয় তার পরিবারের প্রতিটি সদস্যেরও খবর নিতেন নিয়মিত।

ছুটিতে বাড়িতে গেলে ঠিকমতো পৌছেছি কি না সেটার খবর নিতেও ভুলতেন না কখনো। রাজবাড়ী জেলা পুলিশের ৮৬৫ সদস্যের বিশাল পরিবারের অভিভাবক হিসেবে স্যার আপনি যেভাবে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন এটি সত্যি বিরল স্যার। আপনাকে স্যার সশ্রদ্ধ স্যালুট।

লেখক: পুলিশ কর্মকর্তা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা