ডিএসইতে সোমবার সূচকে পতন, তবে বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন বেড়েছে লেনদেন। এছাড়া অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৮ কোটি ৭৭ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬২৬ কোটি ৮৭ লাখ টাকার।
দিনভর লেনদেন হওয়া ৩৪০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৭পয়েন্টে।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৩ পয়েন্টে।
সোমবার সিএসইতে ১৬০টি প্রতিষ্ঠানের ১০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টির দর বেড়েছে, কমেছে ৬৯টির এবং ৫১টির অপরিবর্তিত রয়েছে।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এজে)

মন্তব্য করুন