সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৪:০২ | প্রকাশিত : ০১ আগস্ট ২০২৩, ১৩:০৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছেন পিটার হাস।

চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গত রবিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আগামী অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না।’

তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছে অনেকদিন ধরেই।

গত বছরের ৮ জুন সিইসির সঙ্গে সাক্ষাৎকালে পিটার হাস বলেছিলেন, তারা এমন একটি নির্বাচন চান, যার মাধ্যমে বাংলাদেশিরা স্বাধীনভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারবে।

একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনসহ সমগ্র বাংলাদেশির কাজ বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন>>বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান যুক্তরাষ্ট্রের

এদিকে যুক্তরাষ্ট্র গত ২৫ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে। বলা হয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই নীতি।

এই ভিসা নীতির অধীনে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে দেশটি।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :