চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৩, ১৪:২৯| আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৫:২৩
অ- অ+

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

পরে বৃক্ষমেলা পরিদর্শন করেন অতিথিরা। বৃক্ষমেলার মোট ২৫টি স্টলে বিভিন্ন জাতের গাছ স্থান পায়।

এর আগে সকালে ফিতা কেটে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বৃক্ষরোপণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। তারা প্রত্যেককে কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দেন।

(ঢাকাটাইমস/০১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা