দেশের বিচারব্যবস্থা আজ দলীয় শাসনব্যবস্থার আওতাধীন: সমমনা জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ২২:৩০

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানকে মিথ্যা, ফরমায়েশি মামলার সাজা প্রদান করে সরকার আবারও প্রমাণ করল যে দেশ আজ আওয়ামী দুঃশাসনের কবলে নিমজ্জিত। তিনি বিচার বিভাগের এহেন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দেশের বিচার ব্যবস্থা আজ দলীয় শাসন ব্যবস্থার আওতাধীন। দেশের নিকট ভবিষ্যতের কাণ্ডারিকে ফরমায়েশি সাজা প্রদান করে সরকার বিশ্ববাসীর সামনে দেশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।

বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনের জাতীয়তাবাদী সমমনা জোটের অস্থায়ী কার্যালয়ে তারেক রহমান ও তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়ার প্রতিবাদে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ বলেন, সরকার বিচার ব্যবস্থাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

প্রতিবাদ সমাবেশে জোটের শীর্ষনেতারা বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :