দুবাইয়ে জমে উঠেছে পশু বেচাকেনা
দুবাইয়ের আল-কুসাইস ক্যাটল মার্কেটে জমে উঠেছে পশুর বাজার।
আরবীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ কোরবানির জন্য নিজেদের পছন্দের পশু কিনছেন সেখান থেকে।
বাজার ঘুরে জানা যায়, দুবাইয়ের এ বাজারে আনা অধিকাংশ পশু বিভিন্ন দেশ থেকে আমদানি করা। সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও ইয়েমেনসহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে এসব পশু। আবার স্থানীয়ভাবে বিভিন্ন খামারে লালনপালন করা পশুও আছে।
বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, গরু, ছাগল, উট এবং দুম্বা বেচাকেনা হচ্ছে। দরদাম করে নিজের পছন্দসই পশু কিনতে পেরে খুশি অনেক ক্রেতা। বাজারে গরুর মূল্য কিছুটা কম হলেও দুম্বার মূল্য তুলনামূলক বেশি। একটি গরুর মূল্য ৩৫০০ দিরহাম থেকে শুরু, আর একটি দুম্বার মূল্য ৫০০ দিরহাম থেকে শুরু।
দুবাইয়ের বাংলাদেশি প্রবাসীরা জানান, ঈদের দিনে দেশকে মিস করলেও প্রবাসী সহকর্মীদের সঙ্গে আনন্দ উপভোগে সেই কষ্ট কিছুটা ভোলা যায়, দেশে পরিবারের সাথে না থাকার অভাব দূর হয়।
(ঢাকাটাইমস/১৫জুন/প্রতিনিধি/পিএস)
মন্তব্য করুন