উত্তরের মানুষ স্বস্তি নিয়েই ফিরছে বাড়ি, সড়কে নেই যানজট

ঈদের আনন্দ উপভোগ করতে নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। বাস, ট্রাক, পিকআপ এবং মোটরসাইকেলে করে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ।
শনিবার (১৫ জুন) সরেজমিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় দেখা যায় ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজটের চিত্র দেখা যায়নি।
কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বললে তারা জানান, চার লেনের কাজ হওয়ায় আমরা বঙ্গবন্ধু সেতু থেকে কড্ডা, কোনাবাড়ি, নলকা ও হাটিকুমরুল পর্যন্ত কোনো ভোগান্তি ছাড়াই যেতে পারছি।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। প্রতিটি মোড়ে মোড়ে রাখা হয়েছে পুলিশ সদস্যদের।
(ঢাকাটাইমস/১৫জুন/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন