টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৬

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৩, ১৪:৪৯
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে গজারি বনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকায় চাঁদের হাট কলেজ সংলগ্ন গজারি বনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বুলবুল আহমেদ (২৪), মোহাম্মদ বাবুল (৩০), লাবু মিয়া (২৬), আসিফ (২৩), শফিক আহমেদ (২৫), মোজাম্মেল (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে তারা (স্বামী-স্ত্রী) মিলে উপজেলার কচুয়া এলাকায় চাঁদের হাট কলেজে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে তাদের পথরোধ করে কয়েকজন যুবক। এ সময় তাদের দুইজনকে আটক করে কলেজটির পাশে গজারি বনে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই ৬ জনকে আটক করে পুলিশ।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। গৃহবধূর স্বামী বাদি হয়ে থানায় মামলা করেছে। আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে শারীরীর পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, সবাইকে ধৈর্য ধরার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা