যুবদল নেতা সাজিদ বাবুকে দেখতে পঙ্গু হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৩, ১৯:৪২

বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ এরং সরকারদলীয় কর্মীদের হামলায় গুরুতর আহত যুবদল নেতা সাজিদ হাসান বাবুকে দেখতে আসেন পঙ্গু হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে প্রতিবাদ সমাবেশ শেষ করে বিএনপি মহাসচিব হাসপাতালে যান। মির্জা ফখরুল বাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

এ সময় বিএনপি প্রচার সম্পাদক, মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২৯ জুলাই গাবতলি অবস্থান কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বাবুকে গাবতলী পুলিশ বক্সে নিয়ে যায়। এ সময় পুলিশের সামনে সরকার দলীয় কর্মীরা বাবুকে হাতুড়ি এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরবর্তীতে হাতুড়ি দিয়ে পেটানোর ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :