মেঘনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৫

কুমিল্লার মেঘনা উপজেলায় সাজাপ্রাপ্ত, ওয়ারেন্ট ভুক্ত ও মাদক মামলার আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনপুর মধ্যপাড়ার পরশ আলী মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কাজল মিয়া (২৪), রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামের মৃত সফর আলী ওরফে সাজু মিয়ার ছেলে মো. অলিউল্লাহ (৩২), রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামের মৃত গিয়াসউদ্দিন সরকারের ছেলে মো. আব্দুল গাফফার সরকার (৪৫), উপজেলার ভাওরখোলা গ্রামের মফিজ উদ্দিন শিকদারের ছেলে ওয়ারেন্ট ভুক্ত টিটু মিয়া শিকদার (৫১) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সাহারোড এলাকার দৌলত হোসেন নওশাদের স্ত্রী মাকসুদা নওশাদ (৪২)।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই মিলনের নেতৃত্বে নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলায় ৮ বছর যাবত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মো. কাজল মিয়াকে তার নিজ বাসা থেকে আটক করা হয়।
এদিকে এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একই দিনে রাত ১টার দিকে মো. অলিউল্লাহকে নারী ও শিশু নির্যাতন আইনে আটক করা হয়। এএসআই মো. মামুন আল জিহাদ ও এএসআই লিমনের নেতৃত্বে রাত সাড়ে ১০টার দিকে চেক জালিয়াতির মামলায় ৭ মাসের সাজা ও ৫ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুল গাফফার সরকারকে রাজধানীর ঢাকা থেকে আটক করা হয়।
এএসআই মো. মামুন ও এএসআই লিমনের নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত টিটু মিয়া শিকদারকে রাত ১২টার দিকে রাজধানীর ঢাকা থেকে আটক করা হয়।
এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে ১০ কেজি গাঁজাসহ বৃহস্পতিবার আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে মেঘনা থেকে মাকসুদা নওশাদ নামে এক নারীকে আটক করা হয়।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, আসামিদের বিভিন্ন আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুর ২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৪আগস্ট/এসএ)

মন্তব্য করুন