পদ্মায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর ডুবুরির লাশ উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৩, ২৩:১৩| আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১১:৫৯
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে দীর্ঘ ২৭ ঘণ্টা পরে আমান উল্লাহ (২৫) নামের এক ডুবুরির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার পদ্মা নদীর ঘটনাস্থলের প্রায় ৭ কিমি দূর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমান উল্লাহ (২৫) খুলনা জেলার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার বাসিন্দা খান রজ্জব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ডুবুরি গত মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে নদীতে ফেলা জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কিনা দেখার জন্য অক্সিজেন মাস্কসহ ডুবুরির যাবতীয় সরঞ্জাম নিয়ে নদীর পানির নিচে যায়।

তার প্রায় ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামে। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যায়। তার প্রায় ২৭ ঘণ্টা পর ঘটনাস্থলের ৭ কিমি দূর থেকে লাশটি উদ্ধার করা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে ৭ কিমি দূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ডুবুরির লাস পাওয়া গিয়েছে। লাস শনাক্তসহ যাবতীয় কর্মকাণ্ড প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা