রাজবাড়ীতে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে জখম

রাজবাড়ীতে দিনে-দুপুরে মো. বকুল ফকীর (২৮) নামে এ যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে রাজবাড়ীর কোর্টচত্বরের সামনে শিল্পকলার উলটো পাশে রাস্তায় এ ঘটনা ঘটে ।
জানা গেছে, আহত বকুল ফকীর এক মামলার হাজিরা দিয়ে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মামলার বাদীপক্ষ সদর উপজেলার কেষ্টপুরের বারেকের ছেলে মো. সোহাগের নেতৃত্বে ৪-৫ জন বকুল ফকীরকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা আহত বকুলকে উদ্বার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করে ।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এআর)

মন্তব্য করুন