সাঈদীর লাশবাহী অ্যাম্বুলেন্সে তাণ্ডব চালায় জামায়াত-শিবির: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৩, ১২:১৩| আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২:২৯
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সোমবার দিবাগত রাতে দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশবাহী অ্যাম্বুলেন্স ঘিরে তাণ্ডব চালায় জামায়াত-শিবির।

মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু এবং জামায়াতের প্রতিক্রিয়া সংক্রান্ত বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান। তার লাশ নিয়ে জামায়াত-শিবির সোমবার রাতে তাণ্ডব চালিয়েছে। পুলিশের ওপর আক্রমণ করে। গাড়ি ভাঙচুর করে, বেশ কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার ওপর হামলা করে। ফজরের নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দখল করে নেয়। ফেসবুকে লাইভ দিল সবাই এখানে চলে আসো। পরে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য সীমিত শক্তি প্রয়োগ করা হয়। সোমবার রাতের হামলা ও ভাঙচুরের বিষয়টি বিবেচনা করে বুধবার গায়েবানা জানাজার নামাজের অনুমতি দেবে না ডিএমপি। (ঢাকাটাইমস/১৫আগস্ট/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা