বরগুনায় খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৩, ১৭:৪১
অ- অ+

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী সংলগ্ন কাকচিড়া-মুচিঘাটা খাল‌ থেকে নজরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।

নজরুল ইসলাম পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হোগলপাতি গ্রামের মৃত কাছেম আলীর সন্তান।

বুধবার সকালে এলাকার লোকজন কাকচিড়া বাজার সংলগ্ন খালের কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ীর ঘাটে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যান কে খবর দেয়। পরে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে, পরে সুরতহাল শেষে লাশ বরগুনায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম বলেন, বুধবার সকালে স্থানীয়রা কাকচিড়া বাজার সংলগ্ন খালে নৌ-পুলিশের ঘাট সংলগ্ন একটি লাশ ভাসতে দেখে প্রথমে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। এরপর আমাকে জানালে তাৎক্ষণিক আমি বিষয়টি কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ি ও পাথরঘাটা থানায় জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে প্রাথমিক পর্যায়ে এ লাশ আমাদের এলাকার কেউ নয় বলে উপস্থিত মানুষ নিশ্চিত করেছেন। তবে পরবর্তীতে মিডিয়াসহ লোকজনের মাধ্যমে এলাকায় জানাজানি হলে মৃতের পরিবার উপস্থিত হয়ে পরিচয় শনাক্ত করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা