কুড়িগ্রামে একদিনে গ্রেপ্তার ২২

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধের আসামি।
শনিবার সকালে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টের পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে উলিপুর থানায় একজন, নাগেশ্বরী থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় একজন।
এছাড়াও সিআর ওয়ারেন্টমূলে নাগেশ্বরী থানায় একজন, নিয়মিত মামলায় বারোজন, ১৫১ ধারায় দুইজন, ৩৪ ধারায় একজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১৯ আগস্ট/ইএইচ)

মন্তব্য করুন