এক পেঁপের দাম ১০ হাজার টাকা

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার হযরত শাহ মাখদুম (রহ:) হাফিজিয়া মাদরাসায় একটি পেঁপে অনলাইন নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপনে অবস্থিত হযরত শাহ মাখদুম (রহ:) হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসনাত বাবু তার ফেসবুক অনলাইনে এই নিলামের আয়োজন করেন।
নিলামে অংশগ্রহণকারী দ্বিতীয় সর্বোচ্চ আট হাজার ১০০ টাকা দর হাঁকানো দুবাই প্রবাসী মো. শামীম আহমদ পরে দুই হাজার টাকা মাদরাসায় দেওয়ার ঘোষণা দিয়েছে।
মাদরাসা কমিটির পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বৃহস্পতিবার বাদ এশা বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এসএ)

মন্তব্য করুন