এক পেঁপের দাম ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৭:৪৮ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৩, ১৬:৫৫

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার হযরত শাহ মাখদুম (রহ:) হাফিজিয়া মাদরাসায় একটি পেঁপে অনলাইন নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপনে অবস্থিত হযরত শাহ মাখদুম (রহ:) হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসনাত বাবু তার ফেসবুক অনলাইনে এই নিলামের আয়োজন করেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, সর্বনিম্ন ১০১ টাকা দর থেকে শুরু হয় এই নিলাম। পরে নিলামে ওই পেঁপেটির সর্বোচ্চ দাম উঠে ১০ হাজার টাকা। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ হাজার টাকা দিয়ে পেঁপেটি কিনেন মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল লতিফ মাষ্টার সাহেবের মেজো ছেলে দুবাই প্রবাসী মোহাইমিন হোসেন মুন্না। পরে তিনি মাদরাসার ছাত্রদের জন্য ওই পেঁপে দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিলামে অংশগ্রহণকারী দ্বিতীয় সর্বোচ্চ আট হাজার ১০০ টাকা দর হাঁকানো দুবাই প্রবাসী মো. শামীম আহমদ পরে দুই হাজার টাকা মাদরাসায় দেওয়ার ঘোষণা দিয়েছে।

মাদরাসা কমিটির পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বৃহস্পতিবার বাদ এশা বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :