টঙ্গীতে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৩, ১৮:৪৭

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ দেখে

ও প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা ছয় ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের ছয় সদস্য হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাখাই গ্রামের শহিদুল শেখের ছেলে সাগর

শেখ (২৪), গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া মধ্যপাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে রতন (২০), চাঁদপুর সদর থানার

দাসপাড়া গ্রামের সজল দাসের ছেলে শান্ত দাস (১৯), গাজীপুরের গাছা থানার চান্দরা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মো. হাশেম (২৩), একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে শ্যামল আহমদ (২১) ও লালমনির হাট সদর থানার বড়বাড়ি শিবরাম গ্রামের হামিদুর রহমানের ছেলে শাহীন (২০)।

পুলিশ জানায়, মঙ্গলবার মধ্য রাতে টঙ্গীর গাজীপুরা এলাকায় সেটান গার্মেন্টসের সামনে ৭-৮ জন ডাকাত দলের সদস্য একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি ভাঙচুর করে ডাকাতি করে। এ সময় ডাকাতরা গাড়ির চালক ও যাত্রীদের মারধর করে পাঁচটি মোবাইল, নগদ ৯৫ হাজার টাকা লুটে নেয়। এই ঘটনায় পরদিন থানায় মামলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার পর টঙ্গী সিসিটিভির

ফুটেজ দেখে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্য মতে বাকিদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, লুণ্ঠিত পাঁচটি মোবাইল ও নগদ ৪৭ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :