চন্দ্রযান-৩: চাঁদের মাটিতে এখন কী করছে প্রজ্ঞান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৩, ১২:৫৬| আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৩:০৬
অ- অ+

বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউল বিক্রম। এর কিছুক্ষণ পরে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, অভিযানের পরবর্তী পর্যায়ের কাজ শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। আগামী কয়েকদিনে চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করবে প্রজ্ঞান। এর ফলে চাঁদের মাটি সম্পর্কে আরও ভালো ধারণা মিলবে।

এদিকে চাঁদের দক্ষিণ মেরুতে কী কী খনিজ পদার্থ থাকতে পারে, তাও খতিয়ে দেখবে প্রজ্ঞান। খবর হিন্দুস্তান টাইমসের।

চাঁদের মাটিতে ঘুরে ঘুরে যাবতীয় তথ্য সংগ্রহ করে তা পৃথিবীতে পাঠাবে রোভার।

বৃহস্পতিবার সকালে ইসরোর পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়, প্রজ্ঞানের ‘মুনওয়াক’ শুরু হয়েছে। চাঁদের মাটিতে প্রজ্ঞানের নেমে আসার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা গেছে, বিক্রমের সামনের দিকে থাকা দরজা খুলে গেছে। তা থেকে একটি ঢালু পথ বেয়ে নেমে গিয়ে চাঁদের মাটি ছুঁয়েছে। সেই পথ ধরেই ধীরে ধীরে চাঁদের মাটিতে নামছে প্রজ্ঞান।

বিক্রমের সামনের দিকে থাকা দরজা দিয়ে ঢালু পথ বেয়ে চাঁদের মাটিতে নেমেছে প্রজ্ঞান

এই রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে পাঠাবে।

প্রজ্ঞানে রয়েছে মোট ৬টি চাকা। এটি সেকেন্ডে মাত্র এক সেন্টিমিটার এগোতে পারে। আগামী ১২ থেকে ১৩ দিন চাঁদের দক্ষিণ মেরুর আশপাশে ঘুরে কাজ করবে প্রজ্ঞান।

এরপর চাঁদের দক্ষিণ মেরুতে সূর্য ডুবে গেলে আর শক্তি থাকবে না প্রজ্ঞানের। কারণ সূর্যের আলো থেকেই শক্তি আহরণ করে এটি। তাই চাঁদের দক্ষিণ মেরুতে সন্ধ্যা নামলে ঘুমাতে যাবে প্রজ্ঞান।

প্রজ্ঞানের সঙ্গে রয়েছে একাধিক স্বয়ংক্রিয় ক্যামেরা। সেই ক্যামেরা দিয়েই চাঁদে নামার মুহূর্তের ছবি পাঠিয়েছে প্রজ্ঞান। এই রোভারের চাকায় ইসরোর এবং ভারতের জাতীয় প্রতীক এমব্রস করা রয়েছে। তাই যখন এই রোভার এগোবে, এটি ইসরো এবং ভারতের প্রতীকের ছাপ ফেলতে থাকবে চাঁদের মাটিতে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা