কুমিল্লার মেঘনায় শিয়ালের কামড়ে ৮ জন আহত

কুমিল্লার মেঘনা উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ৮ জন নারী ও পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত
রবিবার সন্ধ্যায় উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর এলাকায় বিচ্ছিন্নভাবে শিয়াল আক্রমণ চালায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে সোমবার সকালে এলাকাবাসী ঝোপঝাড়ে লাঠিসোঁটা নিয়ে শিয়াল তাড়াতে
নেমে পড়ে।
এ সময় লাঠিসোঁটার আঘাতে তিনটি শিয়াল মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শিবনগর গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল কাদির জানান, এলাকায় শিয়ালের উৎপাদ বেড়ে গেছে। তাই এলাকার নারী পুরুষ সবাই একসঙ্গে শিয়াল নিধনে নেমে গেছে। শিয়ালের আক্রমণে আহতদেরকে প্রথমে উন্নত চিকিৎসা ও ভেক্সিন নিতে জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
চিকিৎসা শেষে বর্তমানে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আহতরা হলেন, নুরজাহান, রানী, তামিম, রহিমা, এরশাদ, ডলি, সাবমিয়া সাহাবুদ্দিন। শিয়ালের আক্রমণের সংবাদ পেয়ে হাসপাতালে রুগীদেরকে দেখতে যান, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, রোগীদের চিকিৎসা চলছে তবে আপাতত আমাদের কাছে শিয়ালের কামড়ের ভেক্সিন নেই আমরা অধিদপ্তরে যোগাযোগ করেছি, আশা করি কয়েকদিনের মধ্যে ভেক্সিন চলে আসবে।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/এআর)

মন্তব্য করুন