নড়াইলে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল দলিল লেখকের

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৩, ১১:২১
অ- অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ায় প্রতিপক্ষের হামলায় দলিল লেখক এস এম বরকত আলী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনাটি ঘটে।

এদিকে এ খবরে অপর পক্ষের মাতবর ওই গ্রামের কেরামত মোল্যা (৭২) হার্টঅ্যাটাকে মারা গেছেন।

নিহতের পরিবার জানায়, দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ার বরকত আলীর সঙ্গে ওই গ্রামের কেরামত মোল্যার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার বিকালে উভয়পক্ষের লোকজন পাংখারচর চৌরাস্তা এলাকায় সালিশে বসেন। উভয়পক্ষের মধ্যে বাকবিতান্ডার এক পর্যায়ে কেরামত আলীর ছেলে নেপাল ও রকির নেতৃত্বে তাদের লোকজন হাতুড়ি এবং লাঠি দিয়ে পিটিয়ে বরকত আলীকে হত্যা করে। হত্যাকাণ্ডের খবর পেয়ে বাড়িতে অবস্থানরত প্রতিপক্ষের কেরামত মোল্যা হার্টঅ্যাটাকে মারা যান।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

(ঢাকাটাইমস/৩০ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা