গলাচিপায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও পুনর্বাসন উপকরণ বিতরণ

গলাচিপায় দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং আয়হীন পরিবারে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে ৩০ জন দরিদ্র শিক্ষার্থীকে নগদ ৪ হাজার টাকা ও শিক্ষা উপকরণসহ মোট ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং কয়েকটি পরিবারকে সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণসহ মোট দশটি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
বুধবার গলাচিপা উপজেলা পরিষদের হলরুম উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের মাধ্যমে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তি উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মকলেসুর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালমা ওয়াহিদ, উপজেলা একাডেমি সুপারভাইজার আবুল কালাম সাইদ ও পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। সেই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় ইউএনও উপকারভোগীদের প্রাপ্ত বৃত্তি বা উপকরণ যথাযথ কাজে ব্যয় করার জন্য অনুরোধ জানান।
এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। এছাড়াও পারিবারিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষে সম্বল প্রজেক্টের আওতায় গবাদিপশু ও সেলাই মেশিনসহ ব্যবসায়ীক উপকরণ বিতরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ আগস্ট/ইএইচ)

মন্তব্য করুন