নকল পণ্য ঠেকাবে হলোগ্রাফিক ফিঙ্গারপ্রিন্ট ট্যাগ

ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা)
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১
অ- অ+

নকল পণ্য ঠেকাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি হয়ে পড়েছে। বাজারে কোনো পণ্যের চাহিদা বাড়লে তা নকল করে বাজারজাত করছে প্রতারক চক্র। এতে যেমন পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ে তেমনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন ভোক্তারা।

বিশেষ করে ফার্মাসিটিক্যালস পণ্য, প্রসাধনী সামগ্রী ও প্যাকেটজাত দ্রব্য নকল হচ্ছে বেশি। এসব পণ্যের নকল ঠেকাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্ভাবনী চিন্তা শেয়ার করেছেন ভোলার চরফ্যাশনের মো. সাইফুল ইসলাম নামের এক যুবক। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেছেন।

সাইফুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, নকল পণ্য ঠেকাতে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। যার মধ্যে অন্যতম হলোগ্রাফিক ফিঙ্গারপ্রিন্ট ট্যাগ। এই ট্যাগটিতে কয়েকটি স্তরের নিরাপত্তা সম্বলিত একটি কিউআর কোড থাকবে। এটি মূলত পণ্যের উৎপাদনস্থল থেকে ভোক্তা পর্যায়ে সরবরাহ চেইন চক্রে নিরাপত্তার একটি স্তর যুক্ত করে এবং নকল পণ্যগুলোকে ভোক্তাদের কাছে পৌঁছাতে বাঁধা দেয়। স্মার্টফোনের মাধ্যমে পরিবেশক, খুচরা বিক্রেতা ও ভোক্তা তাৎক্ষণিক পণ্যের সত্যতা যাচাই করতে পারে। এতে কোম্পানির ব্রান্ডের সুনাম বৃদ্ধির সাথে গ্রাহকদের আস্থা ও সম্পৃক্ততা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করতে পারে।

যুবক সাইফুল বলেন, নকল পণ্যের উৎপাদন বন্ধ না করা গেলে বাংলাদেশের অর্থনীতি নিম্নমুখী হয়ে যাবে এবং সরকার রাজস্ব হারাবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর। উৎপাদনশীল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর এ প্রযুক্তি ব্যবহার করা উচিত। কেননা তাদের উৎপাদিত পণ্য ভোক্তারা গ্রহণ করে। আমি গত এক বছর ধরে এমন একটি সিস্টেম বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অর্থের অভাবে আমার পরিকল্পনাটি বাস্তবে রুপান্তর করতে পারিনি। সরকারের পৃষ্ঠপোষকতা বা কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসলে পুরো সিস্টেম ডেভেলাপ করতে পারবো।

(ঢাকাটাইমস/০৩ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা