বাউফলে জমিসংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. আল আমিন মৃধা (৩৫) নামের এক যুবক কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রমের হাতেম মৃধার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ মাধবপুর গ্রামের মো. শানু মৃধার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে একই বাড়ির চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই মো. জাফরের নেতৃত্বে আলামিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মোতালেব মৃধা ও মো. জাফর মৃধা পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ঘটনার সাঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/০৩ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন