মা-বাবার পাশ থেকে শিশু চুরি

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩০
অ- অ+

হবিগঞ্জের হরিপুর এলাকায় ঘুমন্ত মা-বাবার পাশ থেকে ২১ দিন বয়সী এক শিশু চুরির অভিযোগ উঠেছে।

রবিবার রাতে শিশুটির বাবা বাবুল মিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. বদিউজ্জামান জানান, হরিপুরে নুসরাত জাহান ফাতেমা নামে ২১ দিন বয়সী একটি শিশু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাবুল মিয়া জানান, নবজাতক সন্তানকে হারিয়ে তিনি ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন মা লিজা।

বাবুল মিয়া ও লিজা বেগমের স্থায়ী ঠিকানা হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায়। হরিপুরে ছাপরা ঘরটি ভাড়া নিয়ে তারা বসবাস করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে এসআই মমিনুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমেছে। নবজাতকটিকে উদ্ধার এবং কেউ যদি চুরি করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতাও চলছে।

বাবুল মিয়া জানান, শনিবার রাতে তারা তাদের আড়াই বছর বয়সি ছেলে ও ২১ দিন বয়সি মেয়ে নুসরাত জাহান ফাতেমাকে নিয়ে তিনি ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরে মা শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য ঘুম থেকে জেগে ওঠেন। তখন দেখতে পান তার সন্তান নেই। ঘরের জানালাও খোলা। এরপর থেকেই তারা বিভিন্ন স্থানে খোঁজেও তার কোনো সন্ধান পাননি। পরে তারা থানায় অভিযোগ করেন।

(ঢাকাটাইমস/৪সেপ্টম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা