মা-বাবার পাশ থেকে শিশু চুরি

হবিগঞ্জের হরিপুর এলাকায় ঘুমন্ত মা-বাবার পাশ থেকে ২১ দিন বয়সী এক শিশু চুরির অভিযোগ উঠেছে।
রবিবার রাতে শিশুটির বাবা বাবুল মিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. বদিউজ্জামান জানান, হরিপুরে নুসরাত জাহান ফাতেমা নামে ২১ দিন বয়সী একটি শিশু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাবুল মিয়া জানান, নবজাতক সন্তানকে হারিয়ে তিনি ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন মা লিজা।
বাবুল মিয়া ও লিজা বেগমের স্থায়ী ঠিকানা হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায়। হরিপুরে ছাপরা ঘরটি ভাড়া নিয়ে তারা বসবাস করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে এসআই মমিনুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমেছে। নবজাতকটিকে উদ্ধার এবং কেউ যদি চুরি করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতাও চলছে।
বাবুল মিয়া জানান, শনিবার রাতে তারা তাদের আড়াই বছর বয়সি ছেলে ও ২১ দিন বয়সি মেয়ে নুসরাত জাহান ফাতেমাকে নিয়ে তিনি ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরে মা শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য ঘুম থেকে জেগে ওঠেন। তখন দেখতে পান তার সন্তান নেই। ঘরের জানালাও খোলা। এরপর থেকেই তারা বিভিন্ন স্থানে খোঁজেও তার কোনো সন্ধান পাননি। পরে তারা থানায় অভিযোগ করেন।
(ঢাকাটাইমস/৪সেপ্টম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

বগুড়ার শেরপুরে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরার ২টি আসনে ২৩ মনোনয়পত্রের মধ্যে একটি বাতিল

পূবাইলে গৃহবধূর আত্মহত্যা

সিলেটের ৬টি আসনে ১৪ জনের প্রার্থিতা বাতিল, বৈধ ৩১

মনোনয়নপত্র সাময়িক বাতিলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের খুশি হওয়ার কারণ নেই, প্রার্থিতা ফিরবে আপিলে

মানিকগঞ্জ-১: প্রার্থিতা বাতিলের খবরে গড়াগড়ি দিয়ে কাঁদলেন আব্দুল আলী

বাগেরহাটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
