ময়মনসিংহ বিভাগে হাইওয়ে পুলিশের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৯
অ- অ+

ময়মনসিংহ বিভাগে যাত্রা শুরু হলো হাইওয়ে পুলিশের। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের যাত্রা শুরু হয়।

নতুন এই ইউনিটের পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মুহাম্মদ রহমত উল্লাহ।

জানা গেছে, ময়মনসিংহ বিভাগের চারটি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে সার্কেলের সমন্বয় গঠিত হয়েছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। জেলাগুলো হলো- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। এর আগে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হাইওয়ে পুুলিশের গাজীপুর রিজিয়নের অধীনে ছিল। এটি ‍পৃথক করে দেওয়ার পর আজ থেকে ময়মনসিংহ বিভাগে আনুষ্ঠানিকভাবে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।

নতুন রিজিয়নের যাত্রার প্রসঙ্গে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, জনবান্ধব পুলিশ ইউনিট হিসেবে কাজ করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

পুলিশ সুপার রহমত উল্লাহ এর আগে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা