সাজেক যাওয়ার পথে ঢাবি ছাত্রীকে অপহরণ

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৪| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৯
অ- অ+

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক (রুইলুইপাড়া, হামারিপাড়া ও কংলাকপাড়া) ভ্রমণে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিপিতা চাকমা।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বার্ষিক শিক্ষা সফরে বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৩২ জনের একটি দল মঙ্গলবার রাতে রাঙামাটির সাজেকের উদ্দেশে রওয়ানা দেয়। বুধবার দুপুরে সাজেক যাওয়ার পথে তাদের গাড়ি আটক করে দুর্বৃত্তরা। পরে ওই নারী শিক্ষার্থীকে অপহরণ করে।

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ গণমাধ্যমকে বলেন, বেলা সোয়া ১২টার দিকে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ির গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। শিগগিরই ওই ছাত্রীকে উদ্ধার করতে পারব বলে আমরা আশাবাদী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, তাকে উদ্ধারে অভিযান চলছে। এখনো পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এসকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা