জামালপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল `অবিনশ্বর পিতা‘ উদ্বোধন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৮
অ- অ+

জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল `অবিনশ্বর পিতা‘ উদ্বোধন মাসিক পুলিশ বুলেটিনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর এই ম্যুরাল উদ্বোধন ও বুলেটিনের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক ইমরান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের এমপি প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার সুজায়াত আলী ফকির, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ জলিল প্রমুখ।

জেলা পুলিশ আয়োজিত আলোচনা সভায় 'অবিনশ্বর পিতা' ম্যুরালের ভুয়সী প্রশংসা করে প্রধান অতিথি মির্জা আজম এমপি বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের জিয়াউর রহমান বিদেশে পাঠিয়েছেন। তাদেরকে বিভিন্ন দূতাবাসে পদস্থ জায়গায় চাকরি দিয়েছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছে তাদেরকে নানাভাবে পুরস্কৃত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা
গাজায় ইসরায়েলের হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা