ছাত্রলীগের দুই নেতাকে মারধর: ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন সাদ্দাম-ইনান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৪ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৪

কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে থানা হেফাজতে নিয়ে বেদম প্রহারের ঘটনায় ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সোমবার বেলা ১২টা ১০ মিনিটের দিকে কেন্দ্রীয় কমিটির এই দুই নেতা একসঙ্গে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তারা দীর্ঘসময় অবস্থান করে ছাত্রলীগ নেতাদের নির্যাতন বিষয়ে কথা বলেন। পরে তারা ডিএমপি থেকে বেরিয়ে যান।

বৈঠকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ছাড়াও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হাফিজ আক্তার, যুগ্মকমিশনার বিপ্লব কুমার সরকার ও যুগ্মকমিশনার লিটন কুমার সাহা।

বৈঠক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতারা অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদের বিষয়ে জানতে চেয়েছেন। এসময় ডিএমপির পক্ষ থেকে হারুনের বদলি সম্পৃক্ত তথ্য দেওয়া হয়।

পুলিশি নির্যাতনে দাঁত হারানো ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমের শারিরীক অবস্থা সম্পর্কে অবহিত করেন দুই ছাত্র নেতা। এসময় ভুক্তভোগী নাঈমের পরিবার মামলা করতে চান বলেও পুলিশকে অবহিত করা হয়।

শনিবার রাতে নারীঘটিত বিষয় নিয়ে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে এনে নির্যাতন করে পুলিশ। এতে নাঈমের পাঁচ দাঁত উপড়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে অভিযুক্ত রমনা জোনের এডিসি হারু অর রশীদকে বদলি করে প্রথমে পিওএম উত্তরে সংযুক্ত করা হয়। পরবর্তীতে কয়েক ঘণ্টা পর তাকে এপিবিএনে বদলি করা হয়। নির্যাতনের ঘটনা তিন সদস্যের তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপার পানি ও স্যালাইন বিতরণ

উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ: প্রিন্স

কাল্পনিক কাহিনি বানিয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন: দুদিনে আ.লীগের ১৭টি মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পদ প্রাপ্তি নিয়ে নানা গুঞ্জন, প্রশ্ন

গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে জাপার পানি ও স্যালাইন বিতরণ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি: ইশরাক

লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :