এই নায়কের কাছে যৌনতাই যৌবন ধরে রাখার চাবিকাঠি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯
অ- অ+

দশকের পর দশক একই রকম চেহারা ধরে রেখেছেন বলিউড সুপারস্টার অনিল কাপুর। ২৫-৩০ বছর আগে তাকে যেমন দেখতে ছিল, এখনো সেরকম। একই রকম তার এনার্জি আর ফিটনেস। এ প্রজন্মের যেকোনো নায়ককে টেক্কা দিতে পারেন অনিল কাপুর।

একটি অ্যাওয়ার্ড শোয়ে মজা করে সঞ্চালক কপিল শর্মা বলেছিলেন, অনিলের ছেলে হর্ষবর্ধনের মাথাতেও তিনি পাকা চুল দেখেছেন। কিন্তু বয়স ৬৫ পেরোলেও অনিলের মাথায় একটাও পাকা চুল নেই। দাদুও হয়ে গেছেন, কিন্তু বার্ধক্য যেন তাকে ছুঁতেই পারছে না।

চিরযুবক অনিল কাপুরের এই যৌবন ধরে রাখার রহস্য কী? করণ জোহর সঞ্চালিত সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এ গিয়ে সেই রহস্যই ফাঁস করলেন অনিল কাপুর।

করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ থাকে তারকাদের ব্যক্তিগত জীবনের অজানা কথা। যা বরাবরই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই অনুষ্ঠানের একটি পর্ব। সেখানে অতিথি হিসাবে দেখা যায় অনিল কাপুরকে। সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান।

ভিডিওতে দেখা যায়, করণ জোহর অনিল কাপুরকে জিজ্ঞেস করছেন, এমন কোন তিনটি জিনিসের কারণে অনিল নিজেকে যুবক মনে করেন? নায়কের সাফ জবাব, ‘সেক্স সেক্স অ্যান্ড সেক্স’। অর্থাৎ, যৌনতাই তার যৌবন ধরে রাখার চাবিকাঠি, সেটাই স্পষ্ট করেন অভিনেতা।

অনিলের উত্তর শুনে হতবাক হয়ে যান পাশে থাকা এ প্রজন্মের নায়ক বরুণ ধাওয়ান। তিনি হেসে অস্থির। এরপর বিয়ে প্রসঙ্গে অনিল বলেন যে, তিনি তার স্ত্রীর প্রতি বরাবরই সৎ। স্ত্রীকে যে খুব ভালোবাসেন, সেটা বলতেও ভুললেন না।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা