আজ বউয়ের প্রশংসা করার দিন, করেছেন?

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৫| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৫
অ- অ+

নারী হচ্ছে পুরুষের অর্ধাঙ্গিনী। নারী অর্থাৎ স্ত্রী ছাড়া কোনো পুরুষই পরিপূর্ণ নয়। পরিবারে তাই স্ত্রীদের গুরুত্ব অপরিসীম। একজন স্ত্রী দুহাতে সামলে রাখেন স্বামী-সংসার-সন্তান। একজন ভালো স্ত্রীর গুণেই কিন্তু সংসার সুখের হয়। তাই প্রতিটি ভালো কাজেকর্মে স্ত্রী প্রশংসা পাওয়ার দাবিদার।

কিন্তু কাজের ব্যস্ততায় স্ত্রীর প্রশংসা করার সময়-সুযোগ পান না অনেকেই। আপনি যদি সে দলের কেউ হন, তাহলে আজকের দিনটিকে বেছে নিতে পারেন। কারণ আজ স্ত্রীর প্রশংসা করারই দিন। প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার দিবসটি পালিত হয়। একসময় দিবসটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে পালন করা হতো।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটিতে স্ত্রীর প্রশংসা করার দিবস সর্বপ্রথম পালন করা হয় ২০০৬ সালে। তারপর থেকে অনেক দেশেই পালিত হয়ে আসছে দিনটি। এই দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও মনে করা হয়, স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্যই উদযাপন করা হয়।

এক্ষেত্রে আপনার বিয়ের বয়স এক বছর, দশ বছর বা ৫০ বছর- যাই হোক না কেন, অবশ্যই স্ত্রীর প্রশংসা করা উচিত। তাহলে আপনার স্ত্রী বুঝতে পারবেন তিনি পরিবারে কতটা গুরুত্বপূর্ণ। অবশ্য কিছু পুরুষের কাছে এটি স্বাভাবিক মনে হলেও, কারও জন্য আবার খুব কঠিন হতে পারে।

দিবসটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় হলো, আপনার স্ত্রীর হাতে সুন্দর একটি ফুলের তোড়া তুলে দিতে পারেন। চাইলে তাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে একসঙ্গে খেতে পারেন। কিংবা তাকে কোনো নতুন ডিজাইনের পোশাক বা গয়না উপহার দিতে পারেন।

যদিও অনেক পুরুষই মনে করেন, স্ত্রীকে ভালোবাসা, সম্মান দেয়া বা প্রশংসা করার কোনো নির্দিষ্ট দিন হতে পারে না। স্ত্রী হচ্ছে সংসারের আলো। ভালো কাজ করলে প্রতিদিনই তার প্রশংসা করা উচিত। তাতে সে তার মূল্য বুঝতে পারবে, কাজে উৎসাহ পাবে। এর জন্য নির্দিষ্ট কোনো দিবসের দরকার নেই।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা