এডিসি হারুনকাণ্ডে আহত ছাত্রলীগ নেতাদের দেখতে গেলেন মাহি, চাইলেন দোয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৩
অ- অ+

রাজধানীর শাহবাগ থানায় নির্যাতনের শিকার হওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রে নায়িকা মাহিয়া মাহি। হাসপাতালে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন মাহি নিজেই। এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার।

মাহিয়া মাহি বলেন, ‘শুক্রবার আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলাম। খালাম্মাকে সান্ত্বনা দেওয়াটা কঠিন ছিল। তার ছেলে এখন খানিকটা দুরের লেখাও ঠিকমতো পড়তে পারে না। আরো যে কত শারীরিক ক্ষতি হয়েছে তার! আর শরীফ আহমেদ মুনিম ভাইয়াও পাশে ছিল, মানসিকভাবে কতটা বিধ্বস্ত তিনি আহ্!’

সবার কাছে দোয়া চেয়ে মাহিয়া মাহি বলেন, ‘সবাই দোয়া করবেন আমার ভাইরা যেন শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিক ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতন করেন এডিসি হারুন অর রশিদ।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা